Site icon Info Help BD

পবিত্র শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত ২০২৪

পবিত্র শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত

পবিত্র শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে যাকে বলে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। আরবি  শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে পবিত্র শবে বরাত হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। আজ মঙ্গলবার রাতটিই পবিত্র শবে বরাত এর রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

শবে বরাত ২০২৪

পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শবে বরাতের নামাজের নিয়ম

প্রকৃত অর্থে শবে বরাতের নামাজ বলে আলাদা কিছু নেই, যেহেতু এই রাতটি ইবাদত বন্দেগি করে কাটাতে হবে তাই হাদিসেই এই সমাধান দেয়া হয়েছে। আর বিশ্ব মুসলিম এই বিশেষ কিছু ইবাদত পালন করে থাকেন। অর্ধ শাবানের রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে দীর্ঘ নফল নামাজ পড়তেন।

সন্ধ্যায়- এই রাতে মাগরিব নামাজের পর হায়াতের বরকত, ঈমানের হেফাযত এবং অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য দুই রাকাত করে মোট ৬ রাকাত নফল নামায পড়া উত্তম। এই ৬ রাকাত নফল নামাজের নিয়ম- প্রতি রাকাতে সূরা ফাতিহা এরপর যে কোন একটি সূরা পড়তে হবে। দু’রাকাত নামাজ শেষ করে সূরা ইয়াছিন বা সূরা এখলাছ ২১ বার তিলাওয়াত করতে হবে।

শবে বরাতের ২ রাকাত করে করে নফল নামাজ পড়তে হবে। প্রতি রাকাতে আল হামদুলিল্লাহ (সূরা ফাতিহা) পড়ার পর, ১ বার আয়াতুল কুরসি এবং তিন বার ক্বুলহু আল্লাহ (সূরা এখলাছ)। সালাম ফিরানোর পর ১২ বার দুরূদ শরীফ পাঠ করা অধিক সওয়াবের কাজ। এভাবে আপ্নি সর্বনিম্ন ১২ রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতে পারেন। ফজিলত: প্রতি ফোটা পানির বদলে সাতশত নেকী লিখা হবে।

শবে বরাতের নামাজের নিয়ত

পবিত্র শবে বরাতের নফল নামাজ আদায়ের জন্য বাংলা এবং আরবি ভাষাতে নিয়ত করতে হয়। আপনি যেকোনো এক ভাবে নিয়ত করতে পারেন। নিচের অংশ থেকে শবে বরাতের নামাজের নিয়ত জেনে নিন।

আরবিঃ নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

বাংলাঃ ‘শবে বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর’।

সর্বশেষে অবশ্যই সঠিক নিয়মে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করতে হবে। নতুবা সওয়াবের চেয়ে আপনি গুনাহের ভাগীদার হয়ে যেতে পারেন। এখানে আমি আপনাদের সাথে শবে বরাতের নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে আপনি সঠিকভাবে শবে বরাতের নামাজ আদায় করতে পারবেন।

Exit mobile version