Site icon Info Help BD

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম ২০২৪

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

বর্তমান বাজারের সেরা ও বহুল বিক্রি হওয়ায় ওয়াটার পাম্প হচ্ছে আরএফএল সাবমারসিবল। এই ওয়াটার পাম্প মাটির গভীর থেকে খুব দ্রুত পানি তুলতে সক্ষম। বেশ কয়েক ধরনের মডেলে আর এফ এল সাবমারসিবল পাম্প পাওয়া যাচ্ছে। হাফ ঘোড়া থেকে শুরু করে এক ঘোড়া বা মিনি পাম্প পাওয়া যাবে। এই ওয়াটার পাম্পের দাম ৪,৪২০ টাকা থেকে শুর করে ১০,০০০ টাকার উপরে। পাম্পের মডেল ও কার্যক্রম ক্ষমতার উপর নির্ভর করে আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম নির্ধারন করা হয়েছে।

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম

বাংলাদেশে পাম্প কোম্পানির মধ্যে অনেক জনপ্রিয়য় হচ্ছে আরএফএল। আর এখন বাজারে আর এফ এল এর তৈরি সাবমারসিবল পাম্প অধিক হারে বিক্রি হচ্ছে। সাবমারসিবল এর অনেক গুলো মডেল আছে। এই সকল মডেল ও পাম্প এর ধরনের উপর দাম নির্ধারন করা হয়েছে। যদি কম দামে আর এফ এল সাবমারসিবল পাম্প ক্রয় করতে চান, আহলে হাফ ঘোড়া পাম্প নিবেন। কেননা এর বাজার মূল্য মাত্র ৪৪২০ টাকা। এর থেকে কম দামে এই পাম্প নাও পাওয়া যেতে পারে। মানের আর এফ এল কোম্পানির সাবমারসিবল পাম্প এর দাম ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।

আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম ২০২৪

মাটির গভীর থেকে অধিক পানি উত্তোলনের অন্য এখন সবাই সাবমারসিবল পাম্প ব্যবহার করে। সাধারণ যেকোনো ওয়াটার পাম্পমের দাম ৬ থেকে ৮ হাজার টাকা। আর সাবমারসিবল এর মূল্য ৫ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। ২০২৪ সালে এই সকল পাম্পের দাম আগের থেকে বেড়েছে। এখন ৪ হাজার টাকার পাম্প ৪ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। পাম্প অনুযায়ী প্রতিটি সাবমারসিবল পাম এর মূল্য ৫০০ থেকে ১ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম হাফ ঘোড়া ৪ হাজার এবং ১ ঘোরার মূল্য ৯ হাজার থেকে ১০ হাজার টাকা।

আরএফএল কোম্পানির সাবমারসিবল পাম্প কত টাকা

বাজারে অনেক কোম্পানি সাবমারসিবল পাম্প নিয়ে এসেছে। এর মধ্যে অনেকের কাছে সবেচেয়ে ভালো পাম্প মনে হচ্ছে আরএফএল। সাধারণ এই কোম্পানির পাম্প এর মান ভালো। সাথে এর দাম বেশি। পাম্পের মডেল, হর্স পাওয়ার ও কার্যকর ক্ষমতার উপর সাবমারসিবল পাম্পের দাম নির্ভর করে। বাজারে বেশ কয়েক ঘোড়া আরএফএল পাম্প পাওয়া যাবে। কম দামে ৪ থেকে ৮ হাজারের মধ্যে হাফ ঘোড়া সাবমারসিবল পাম্প বিক্রি করা হয়। পণে এক ঘোড়া এই পাম্পের বিক্রয় মূল্য ৮ থেকে ১১ হাজার টাকা। আর যদি এক ঘোড়া আরএফএল সাবমারসিবল ভালো পাম্প ক্রয় করেন তাহলে ১২ থেকে ১৫ হাজার টাকা লাগবে। বর্তমানে আর এফ এল কোম্পানির সাবমারসিবল পাম্পের দাম ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা।

আরএফএল এক ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত

এখন বাজারে আরএফএল এর এক ঘোড়া সাবমারসিবল পাম্প কিছুটা বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই পাম্প টি খুচরা মূল্য ৯৫০০ থেকে প্রায় ১০০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। পাইকারি মূল্য আরএফএল এক ঘোড়া সাবমারসিবল পাম্পের মূল্য ৯ হাজার ২০০ থেকে ৯ হাজার ৪০০ টাকা। স্থান ও এলাকা অনুযায়ী পাম্পের মূল্য কম বেশি হতে পারে। অথবা সময়ের সাথে এই পাম্পের দাম পরিবর্তন হবে। তবে এই এক ঘোড়া পাম্পটি ১০ হাজার টাকার মধ্যে যেকোনো স্থানে পাওয়া যাবে। এখন সকল বাজারে এক ঘোড়া উন্নতমানের আরএফএল সাবমারসিবলের পাম্প পাওয়া যাচ্ছে। এদের বিক্রি মূল্য ১০৬০০ থেকে ১৪২০০ টাকা পর্যন্ত।

আরএফএল হাফ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম কত

কিছুটা কম দামে হাফ ঘোড়া আরএফএল সাবমারসিবল পাম্প পাওয়া যায়। তবে এটি এক ঘোরার থেকে কম শক্তি সম্পর্ন হবে। তাই বাজারে এর দাম খুবই কম। এখান আরএফএল হাফ ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম ৪৪৫০ টাকা। একই পাম্প বিভিন্ন মডেলের পাওয়া যায়। সেই অনুযায়ী এর আরও কিছু পাম্পের মূল্য ৭০৫০ থেকে ৮০০০ টাকা। মডেল অনুযায়ী হাফ ঘোড়া পাম্পের দাম নেওয়া হবে।

উপরের দেওয়া মডেলের পাম্পের দাম অনেক বেশি। এর থেকে কিছুটা কম দামেও আরএফএল হাফ ঘোড়া সাবমারসিবল পাম্প পাওয়া যাবে। যদি ভালো মানের হাফ ঘোড়া পাম্প ক্রয় করেন তাহলে ৮ থেকে ১০ হাজার টাকা লাগবে। বাজারে ৫ থেকে ৮ হাজারের মধ্যেও হাফ ঘোড়া এই পাম্প পাওয়া যাচ্ছে।

আরএফএল পনে এক ঘোড়া সাবমারসিবল পাম্প এর দাম

পনে এক হচ্ছে ০.৭৫, যা হাফ ঘোড়া থেকে বেশি শক্তিশালী এবং এক ঘোড়া থেকে কম শক্তিশালী। এখন সকল বাজারে পণে এক ঘোড়া আরএফএল সাবমারসিবল পাম্পের মূল্য বেশি। প্রতিটি বাজারে এই পাম্প ৮ থেকে ১১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। মডেল ও পাম্পের মানের উপর নির্ভর করে এর দাম ১০ থেকে ১২ হাজার রয়েছে।

পনে এক ঘোড়া ক্ষমতা সম্পর্ন কিছু পাম্পের দাম ১৪ হাজার টাকা। এই দামে আবার এক ঘোড়া হর্স পাওয়ার পাম্প পাওয়া যাবে। দামের পরিমাণ বেশি হলেও, পাম্প টি অনেক ভালো হবে।

শেষ কথা

সময়ের সাথে পাম্পের মূল্য পরিবর্তন হয়। তাই এখানে দেওয়া দামের সাথে নাও মিলতে পারে। যেকোনো দোকানে ১০ হাজারের মধ্যেই ভালোমানের সাবমারসিবল পাম্প পাওয়া যাবে। পাম্প ক্রয়ের পূর্বে সকল দোকানে যাচাই করবেন। আরএফএল সাবমারসিবল পাম্প এর দাম না জেনে পণ্য ক্রয় করবেন না।

Exit mobile version