Site icon Info Help BD

বিশ্ব মা দিবস কবে ২০২৩

মা দিবস কবে

মা দিবস কবে

দুনিয়ার সবকিছু বদলাতে পারে  কিন্তু মায়ের ভালোবাসা বদলাবার নয়। ”মা” তিনি হচ্ছেন একজন নারী। যিনি একজন সন্তানকে জন্ম দিয়ে থাকেন। তার সন্তানকে লালন পালন করে থাকেন তার ভালোবাসা দিয়ে। আমাদের আশেপাশের সবকিছু নিয়েই নানা কর্ম দিবস পালন করা হয়।  তবে আমাদের এই প্রিয় এবং ভালোবাসার মা কে নিয়ে রয়েছে মা দিবস। যেটা তাদের সম্মান এবং ভালবাসার  প্রকাশে প্রতিবছর মা দিবস পালন করা হয়ে থাকে। অনেকের মনে প্রশ্ন  যে মা দিবস কবে ২০২৩।

মা দিবস কবে ২০২৩ জানতে এসেছেন  তারা এখান থেকে বা এই পোস্ট পড়ে জেনে নিন ২০২৩ সালের মা দিবস কবে পালিত হচ্ছে। এছাড়াও এই পোস্ট থেকে জানতে পারবেন, কেন এই মা দিবস পালন করা হয়ে থাকে।  বাংলাদেশ সময় এবং আন্তর্জাতিক সময় অনুযায়ী বিশ্ব মা দিবসের  তারিখ এই পোস্ট থেকে জেনে নিন। অতএব  সম্পূর্ণ পোস্ট বিস্তারিত  পড়ে নিন।

মা দিবস কবে

প্রত্যেক মায়েদের ভালোবাসা এবং সম্মান প্রকাশের জন্য আমরা এই দিনে মা দিবস পালন করে থাকি। প্রত্যেক ব্যক্তির উচিত তার মাকে তার মত করে ভালবাসা এবং আগলে রাখা। মা নামক  এই মানুষটিকে যথাযথভাবে সম্মান করা। আর মায়ের সম্মান এবং ভালবাসা প্রকাশে প্রতিবছর মা দিবস পালন করা হয়ে থাকে। আর এই দিনে খুব সহজে এবং চাইলেই আমরা প্রত্যেকের মা কে ভালোবাসা দিতে পারি। বিশ্ব তথা আন্তর্জাতিক হিসেবে প্রতিবছর মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ রবিবারে এই মা দিবস পালন করা হয়ে থাকে। আসছে আগামী ১৪ই মে রবিবার ২০২৩  বিশ্ব মা দিবস পালিত হবে। যা একজন সন্তান হিসেবে তার মায়ের ভালোবাসা প্রকাশ করতে এই তারিখ সম্পর্কে এবং এর দিবস সম্পর্কে জেনে রাখা উচিত।

বিশ্ব মা দিবস কবে

প্রতিবছর মে মাসের  দ্বিতীয় রবিবার এ বিশ্ব মা দিবস পালন করা হয়ে থাকে। অর্থাৎ “মা দিবস” হিসাবে উদযাপনের ঘোষণা দেয়া হয় ১৯১৪ খ্রিষ্টাব্দের ৮ মে মার্কিন কংগ্রেসে। এসে থেকে প্রতিবছর ওই পুরো বিশ্বে এই মা দিবস ঘটা করে পালন করা হয়ে থাকে।  এদিনে তার প্রত্যেক মায়েদেরকে ভালোবাসা প্রকাশ করা হয়ে থাকে।  আর মায়েদের ভালোবাসা কখনো ফুরাবার নয়।  মায়েদের ভালোবাসা কখনো শেষ হয় নাই, মায়ের ভালোবাসার সন্তানদের প্রতি আজীবন হয়ে থাকে। আর একজন সন্তান হিসেবে তার মায়ের প্রতি যথাযথ ভালোবাসা এবং তাকে সম্মান করা উচিত। 

মা দিবস কত তারিখ

 আমরা ইতিমধ্যে আপনাদের  জানাতে সক্ষম হয়েছি যে বিশ্ব মা দিবস ২০২৩ এ ১৪ই মে রবিবার পালন করা হবে।   এই তারিখ বা এই দিবস আন্তর্জাতিকভাবে ঘোষিত। যেটা বিশেষ সকল মানুষ এই দিনে একসাথে পালন করে থাকে। বিশেষ করে বিশ্বের প্রায় ৪৬টি দেশে প্রতিবছর দিবসটি পালিত হয়। 

বিশ্ব মা দিবসের ইতিহাস

জানতে পেরেছি যে ব্রিটেনেই প্রথম শুরু হয় মা দিবস পালনের রেওয়াজ।  সে থেকে পুরো বিশ্বের প্রায় কিছু কিছু দেশে এই বিশ্ব মা দিবস পালন করা হয়ে থাকে।   বিশ্বের প্রায় ৪৬ টি দেশে প্রতিবছর ঘটা করে  এই মা দিবস পালন করা হয়ে থাকে। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেসে মা দিবস পালনের ঘোষণা করা হয় প্রথম। তবে সাধারণত মার্চ কিংবা মে-তেই পালিত হয় ‘মাদার্স ডে’ বা বিশ্ব মা দিবস। 

ভার্জিনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন। তিনি ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। অ্যান ছিলেন খুবই ধর্মপ্রাণ। আর অ্যানের একটি মেয়ে ছিল, যার নাম  আনা মারিয়া রিভস জার্ভিস। অ্যান তার মেয়ের হাত ধরে বলেছিল ‘আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ, কোনো মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটি তাদের অধিকার। আর এ প্রার্থনায় পুরো বিশ্বের সবার  মনে গেঁথে যায়। আর সে থেকেই প্রত্যেক মায়ের সামনে বিশ্ব মা দিবস পালন করা হয়। 

শেষ কথা

এই ছোট্ট পৃথিবীতে সবথেকে সম্মানীতো একজন ব্যক্তি হচ্ছেন তিনি হচ্ছেন মা।  এই পৃথিবীতে তার ঋণ কোন সন্তানের কখনো শোধ করতে পারবেন না।  আমাদের প্রত্যেকের জীবনে একজন মায়ের  গুরুত্ব অপরিসীম। প্রত্যেক মাই তার সন্তানকে তার ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তাকে বড় করে তোলেন তাকে লালন-পালন করে তোলেন।  আর সন্তান হিসেবে একজন ব্যক্তি তার মায়ের ঋন কখনো শোধ করতে পারবেনা।  মায়ের ভালোবাসা অকাট্য, আর প্রত্যেক ব্যক্তির উচিত তার মাকে মনে প্রানে ভালোবাসা এবং মায়েদের কে অনেক বেশি যত্ন নেওয়া। যারা মা দিবসের তারিখ জানতে চেয়েছিলেন তারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন। অতঃপর আপনার পরিচিত সবাইকে এই মূল্যবান মা দিবস কবে ২০২৩ এই তারিখ জানাতে এই পোস্ট শেয়ার করে। ধন্যবাদ 

আরও দেখুনঃ

মা দিবসের ছবি, স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও বাণী ২০২৩

Exit mobile version