Site icon Info Help BD

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল কাউন্টার নাম্বার ও যাত্রী ভাড়া

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল

বাংলাদেশের মধ্যে বাস পরিবহনের জন্য বেশ জনপ্রিয় নাম হচ্ছে ঈগল পরিবহন। এটি দেশের সকল জেলায় যাত্রী নিয়ে যাতায়াত করে। দেশের বিভিন্ন সেক্টরে এদের কাউন্টার আছে। যাত্রীদের জন্য এসি ও নন এসি সার্ভিস আছে। ঈগলপরিবহনের কয়েকটি বাস ঢাকা থেকে নড়াইল শাখায় যাতায়াত করে। আজকে ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল কাউন্টার নাম্বার ও তাদের ভাড়া কত টাকা তা শেয়ার করেছি। ঈগল পরিবহনের ঢাকা টু নড়াইল রুটের অনলাইন টিকিটের দাম ও এসি-নন এসি বাসের ভাড়া কত টাকা জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল

দেশের প্রতি কোম্পানির বাস ঢাকা থেকে নড়াইল যাতায়াত করে। ঈগল পরিবহনের অনেক গুলো বাস নির্ধারিত সময় ঢাকা থেকে নড়াইল যাত্রী নিয়ে যায়। এজন্য তাদের এই দুই শাখায় বাস কাউন্টার আছে। নির্ধারিত টাইমে ঢাকা থেকে নড়াইল ও নড়াইল থেকে ঢাকা সেক্টরে যাত্রী পরিবহন করে থাকে। এই রুটে এসি ও নন এসি উভয় বাস পাওয়া যাবে।

নাবিল পরিবহন ঢাকা টু দিনাজপুর বাস ভাড়া ও কাউন্টার নাম্বার

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল কাউন্টার নাম্বার

ঢাকা থেকে নড়াইল যাওয়ার জন্য ঈগল পরিবহনের ঢাকাশাখায় কাউন্টার আছে। কাউন্টার গুলো ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিতও। আবার নড়াইলেই ঈগল পরিবহনের বাস কাউন্টার আছে। এই কাউন্টার থেকে কয়েকটি বাস সরাসরি ঢাকায় যাত্রী নিয়ে আসে। নিচের অংশে ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল কাউন্টার নাম্বার ও যোগাযোগের ঠিকানা সংগ্রহ করে দিয়েছি।

ঈগল পরিবহন কাউন্টার ঢাকা শাখা 

ঈগল পরিবহন কাউন্টার নড়াইল শাখা

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল যাত্রী ভাড়া

প্রতি বাসের জন্য আলাদা করে ভাড়া নির্ধারন করা থাকে। এই নির্ধারিত ভারায় বাসের টিকিট সংগ্রহ করতে হয়। ঈগল পরিবহনের ঢাকা থেকে নড়াইলের বাস ভাড়া ৪৫০ টাকা থেকে শুরুকরে ৯০০ টাকা পর্যন্ত। অনলাইনেও টিকিট ক্রয়ের মাধ্যমে বাস ভাড়া পরিশোধ করা যাবে। অনলাইনে টিকিটের দাম ১০০০ টাকা পর্যন্ত।

এসি বাসের ভাড়া  ঢাকা টু নড়াইল

ঈগল পরিবহনের কয়েকটি এসি বাস ঢাকা থেকে নড়াইল আসে। আবার নড়াইল থেকে ঢাকায় আসে।  এই রুটে এসি বাস কম পাওয়া যায়। তবে এসি বাসের ভাড়া বেশি। ঈগল পরিবহন ঢাকা থেকে নড়াইল এসি বাসের ভাড়া ৯০০ টাকা। অনেক সময় বাস ভাড়া পরিবর্তন হয়ে থাকে।

ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল নন এসি বাসের ভাড়া কত

এই ঈগল পরিবহনের বেশির ভাগ বাস গুলো অন এসি টাইপের। ঢাকা থেকে নোয়াখালী রুটে নন এসি বাস বেশি পাওয়া যাবে। এদিকে এসি বাসের থেকে নন এসি বাসের ভাড়া অর্ধেক কম হয়ে থাকে। ঈগল পরিবহন ঢাকা  থেকে নড়াইল নন এসি বাসের ভাড়া ৪৭০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। অনেক সময় ৪৫০ টাকা নেওয়া হয়।

 অনলাইন টিকিট ঢাকা টু নড়াইল

ডিজিটাল বাংলাদেশে এখন বাস, ট্রেন, লঞ্চ বা জাহাজের টিকিট অনলাইনে পাওয়া যায়। টিকিট গুলো বিভিন্ন ই-টিকিট ওয়েবসাইটে বিক্রি হয়। বাংলাদেশে বেশ কয়েকটি ই-টিকিট সেবা কেন্দ্র আছে। এছাড়া ঈগল পরিবহনের নিজস্ব ওয়েবসাইটেও  ঈগল পরিবহনের অনলাইন টিকিট পাওয়া যাবে। অনলাইনে এসি ও নন এসি সকল টাইপের টিকিট গুলো দাম সহ দেওয়া আছে।

শেষ কথা

আশা করছি এই পোস্ট থেকে ঈগল পরিবহন ঢাকা টু নড়াইল কাউন্টার নাম্বার ও যাত্রী ভাড়া সম্পর্কে জানতে পেরেছেন ও কাউন্টার নাম্বার  সংগ্রহ করেছেন । বিভিন্ন টিকিটের দাম, যাত্রী ভাড়া ও প্রয়োজনীয় তথ্য জানতে এই ওয়েবসাইটের সাথেই থাকুন।

আরও দেখুনঃ

ঈগল পরিবহন ঢাকা টু বরিশাল বাস ভাড়া ও কাউন্টার নাম্বার

নাবিল পরিবহন ঢাকা টু রংপুর কাউন্টার নাম্বার ও ভাড়া

Exit mobile version