Site icon Info Help BD

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ, এস এম এম ও ক্ষুদেবার্তা

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

বাবার পড়েই বড় ভাইয়ের দায়িত্ব ছোটদের উপর। ভাই হচ্ছে ভালোবাসার আরেক নাম। যে অভাব বাবার মাধ্যমে কখনো পূর্ণ হয় না, তা বড় ভাইয়ের দ্বারা এক সময় সম্পর্ন হয়। ভাইয়েদের মধ্যেও এক ধরনের সীমাহীন ভালোবাসা জন্মায়। প্রতিটি বড় ভাই তার ছতবাইকে আগলে রাখার চেষ্টা করুন। অনেকের ছোট ভাইয়ের জন্মদিন পালন করতে হয়। তাই অনেকে ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা কিভাবে জানাবেন তার কিছু বার্তা এখানে শেয়ার করেছি।

ছোট ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা বিভিন্ন বার্তার মাধ্যমে জানাতে পারবেন। এজন্য এই পোস্টে জন্মদিনের শুভেচ্ছা মেসেজ, এস এম এস, বার্তা ও ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। যেগুলো ব্যবহার করে জন্ম দিনের অভিনন্দন জানাতে পারবেন। এছাড়া জন্মদিন উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পোস্ট করতে পারবেন। নিচে অনেক গুলো সুন্দর সুন্দর হ্যাপি বার্থডে উইশ দেওয়া আছে। পছন্দের বার্থডে উইশ সংগ্রহ করুন।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

ছোট ভাইকে যেকোনো ভাবে জন্ম দিনের শুভেচ্ছা জানাতে পারবেন। তবে যারা দূরে অবস্থান করেন বা আজকের এই দিনে আপনার ছোট ভাইয়ের সাথে সময় কাটাতে পারছেন না তারা অবশ্যই একটু ভিন্ন রকম ভাবে বার্থডে শুভেচ্ছা জানাতে পারেন। এজন্য এই পোস্টে দেওয়া ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করে টেক্সট করে পাঠিয়ে দিবেন।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

ছোট ভাইয়ের জন্ম দিন থাকলে সকল বড় ভাইয়েরা তাকে জন্ম দিনের শুভেচ্ছা জানায়। এই দিনে তার ভাইকে উদ্দেশ্য করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ছবি পোস্ট করার জন্য কিছু স্ট্যাটাস এর প্রয়োজন হয়। তাই এই অংশে ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস লিখে রেখেছি। পোস্টের নিচে ফেসবুকে পোস্ট করার জন্য সুন্দর সুন্দর জন্ম দিনের ফেসবুক স্ট্যাটাস দেওয়া আছে। আপনার পছন্দের স্ট্যাটাস টি এখান থেকে বেছেনিন।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা

অনেকের ছোট আদরের ছোট ভাই আছে। যার আজকে জন্ম দিন থাকা স্বত্বেও তার সাথে সময় টুকু কাটাতে পারছেন না। তাই হয়টা আনন্দ উৎসব করে তাকে জন্ম দিনের শুভেছা জানাতে পারবেন না। তাই আপনারা যারা দূরে থেকে ছোট ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা জানাতে চান, তারা এই রকম বার্তা ব্যবহার করতে পারেন। নিচে জন্ম দিনের জন্য বেশ কয়েকটি ক্ষুদে বার্তা দেওয়া আছে।

১। তোর জন্মদিনে আমার শুভেচ্ছা জানায়ে কোন লাভ আছে? জীবনে তো কোন দিন ট্রিটদিলি না৷ শুধু আমার থেকে সব কিছু আদায়ের ধান্ধা। এসব জন্মদিন আমি বিশ্বাস করিনা। তোরে তো আনছে হসপিটাল থেকে কিনে। তাও কাঁদবি বলে তোকে শুভেচ্ছা জানাই৷ শুভ জন্মদিন।

২। শুভ জন্মদিন – আজকের এই বিশেষ দিনে তোমার জন্য দুয়া করি তোমার জীবন সুখ স্বচ্ছন্দ দিয়ে ভরে উঠুক তোমার প্রতিটি দিন যেনো এই রকম হয় তুমি সব সময় হাসি খুশি থাকো এই কামনা করি তোমার শুভ জন্মদিনে।

৩।। কীভাবে দেরি করে জেগে থাকতে হয়, কীভাবে নিখুঁত কার্ভ বল ছুঁড়তে হয়, জীবনের প্রতি ক্ষেত্রে, তুই আমাকে নতুন কিছু শিখিয়েছিস। তুই এই বছর আমাকে কি শেখাবি তা দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। শুভ জন্মদিন!

৪। প্রিয় ছোট ভাই, তোর আশাবাদী মনোভাব এবং প্রফুল্ল শব্দ সবসময় আমাকে উৎসাহিত করে। আমার স্নেহের ভাই হওয়ার জন্য ধন্যবাদ। সামনে একটি চমৎকার জন্মদিন আছে! শুভ জন্মদিন ছোটু।

৫। তোমার এই বিশেষ দিনটিতে আন্তরিক শুভেচ্ছা, ভাই! তুমি কেবল আমার জীবনের সমর্থন নয়, আমার জীবনের গর্বও বটে। তুমি আমার কাছে না থাকলে আমি টুকরো টুকরো হয়ে যেতাম। শুভ জন্মদিন।

৬। আমি প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে তোর মতো একজন ভাই দিয়েছে। তোর জন্মদিনে, আমি তোকে আমার সেরা ভাই হওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই যে কেউ আশা করতে পারে না। শুভ জন্মদিন ছোটু।

 ৭। আজকের দিনটি আমার কাছে বিশেষ। কারণ আজ আমি তোমাকে আমার ভাই হিসেবে পেয়েছিলাম। তোমার মুখে প্রথম আপুনি শুনে আমি যে খুশি হয়েছিলাম তা জীবনে হইনি। সারাজীবন আমার লক্ষি ভাইটি হয়ে থেকো। শুভ জন্মদিন প্রিয় ভাই।

৮। শুভ জন্মদিন, ছোট ভাই। আমি চাই এই দিনটি তোমার জীবনে বার বার ফিরে আসুক। তুমি দীর্ঘজীবী হও। শুভ আনন্দের সাথে সারাটি জীবন পরিচালিত করো। তুমি তোমার সততা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাও।

৯। শুভ জন্মদিন ভাইয়া। তোকে না দেখলে বুঝতাম না মানুষ এত সরল হতে পারে। সুন্দর হতে পারে। এভাবেই নিজের সরলতা ধরে রাখিস ভাই।

১০। শুভ জন্মদিন ছোট ভাই, আজকের এই খুশির দিনে আমার তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নাও । এই খুশির দিনের মত যেনো তুমি সারা জীবন খুশি থাকো এবং দীর্ঘজীবী হও যাতে প্রতি বছর এই আনন্দের দিন ফিরে আসে।

১১। কখনও কখনও আমি ভান করতে পারি যে আমি তোকে অপছন্দ করি কিন্তু সত্য হল, আমি সবসময় তোর জন্য চিন্তিত। তুই সবসময় আমার প্রিয় ছিলি। তুই সেরা ভাই। শুভ জন্মদিন প্রিয়.

১২। শুভ জন্মদিনে ভালো থেকো আমার আদরের প্রিয় ছোট ভাই। তোমার জন্য রইলো অবিরাম ভালোবাসা। তোমার জীবন হয়ে উঠুক হাসিময়, তোমার ভাই বোনের কাছে থেকে চাওয়া পাওয়ার কোনো কথা থাকলে জানিয়ে দিও “শুভ জন্মদিন।

১৩। তোমার মত ভালো একজন মানুষ আমার ছোট ভাই পেয়েছি এটাই আল্লাহর সব চেয়ে বড় দান আমার জীবনে। আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন ভাই।

১৪। জন্মদিনের শুভেচ্ছা রইল ছোট ভাইয়া। “শুভ জন্মদিন” আজ তোমার জীবনের অনেক আনন্দের দিন। কেননা এই শুভ ক্ষনে পৃথিবীতে এসেছিলে তুমি আজ এই দিনে আনন্দে ভাসিয়ে দিয়েছিল। শুভ জন্মদিন ভাইয়া শুভ কামনা রইল এই দিনে।

১৫। ছোট ভাইয়ের বার্থডে উইশ – আজকের এই বিশেষ দিনে ছোট ভাই তোমাকে পেয়ে আজ আমি অনেক খুশি। তোমার এই জীবনের প্রতিটা পথ চলা হোক সহজ এবং জীবনে সফলতার পথে এগিয়ে যাও দুর্বার গতিতে।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা মেসেজ

অনেকে মেসেজ পাঠাতে পছন্দ করে। তাই এই অংশে জন্ম দিনের শুভেচ্ছা মেসেজ শেয়ার করা হয়েছে। এই মেসেজ দিয়ে দূরে থাকে ছোট ভাইকে শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে অনেক গুলো সুন্দর সুন্দর ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা মেসেজ দেওয়া আছে। পছন্দের মেসেজ টি কপি করে পাঠিয়ে দিনে ছোট ভাইয়ের কাছে।

আদরের প্রিয় ছোটভাই আজকে তোমার শুভ জন্মদিন, আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা নাও। আমার তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর উপহার রয়েছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তুমি। তার আগে আজকের এই শুভ জন্মদিনের দিন কথা দাও ভালকরে পড়াশোনা করবে আর সবার কথা শুনে চলবে। হ্যাপি বার্থডে টু ইউ।

যেদিনতুই জন্মালি আমার হৃদয় ভেঙে গেলো এই ভেবে যে আমার মা-বাবার ভালোবাসা এবার দুইভাগ হয়ে গেলো। প্রথম প্রথম তোকে কেউ আদর করলে আমি হিংসায় জ্বলে যেতাম। আস্তে আস্তে তোকে ভালোবাসা শুরু করলাম। তোর মুখে দাদা ভাইডাক শুনে চোখে পানি এসে গিয়েছিল প্রথবার। অনেক ভালোবাসা নিস জন্মদিনের। শুভ জন্মদিন আদরের ভাই।

শুভ জন্মদিন ছোট ভাই। আজকের দিনটি আমার এবং পরিবারের জন্য অনেক আনন্দের ছিল কেননা তুমি জন্ম নিয়েছিলে আজ। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেলে। সবসময়ই ভালো ছেলে হয়ে থাকবে। গুরুজনদের কথা শুনে চলতে হবে এবং সৎ হতে হবে। জন্মদিন তোমার ভাল কাটুক আর অনেক আনন্দ করো। শুভেচ্ছা ও শুভকামনা রইল বড় ভাইয়ের তরফ থেকে।

শুভ জন্মদিন” ছোট ভাইয়া। আজ এই দিনে দোয়া করি সৃষ্টিকর্তার কাছে তোমার আগামীর দিনগুলো যাতে আনন্দ সুখ স্বাচ্ছন্দ ভরে ওঠে। তোমার জীবনে সম্মানের উচ্চ শিখরে পৌছাক। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেলে সব সময় আদর্শবান হওয়ার চেষ্টা করবে। সব সময় নীতিবান মানুষ হওয়ার চেষ্টা করবে।

শুভ জন্মদিন ছোট ভাই। জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা নাও। আজকের এই খুশি ও আনন্দের দিনে আমি তোমার সুসাস্থ ও সুন্দর ভবিষৎ কামনা করছি। আরও দির্ঘায়ু হও এবং তোমার জীবনে বহুবার এই সুন্দর আনন্দের দিনটি ফিরে আসে। তবে সবসময়ই মনে রাখবে সময় গতিশীল আর এই গত হওয়া সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম ও সুষ্ঠু কাজের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নাও আজকের এই জন্মদিনে।

আমার আদরের প্রিয় ছোটভাই আজকে তোমার শুভ জন্মদিন, তাই আমার পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা নাও। আমার তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর গিফট আছে সেটি খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। তার আগে আজকের এই শুভ জন্মদিনের দিন তোমাকে আমার কথা দিয়ে রাখতে হবে যে তুমি খুব ভালো ভাবে মন দিয়ে পড়া শুনা করবে?

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এস এম এস

এখানে ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এস এম এস দেওয়া আছে। এই এস এম এস গুলো খুব ছোট করে লেখা হয়েছে। আপনারা এই বার্তা টি কপি করে প্রিয় ভাইকে পাঠিয়ে জন্ম দিনের উইশ করুন।

আরেকটা বছর চলে গেল, তোমার মাথায় চুল একটু কম, কিন্তু তোমার জন্য আমার হৃদয়ে অনেক ভালোবাসা। শুভ জন্মদিন, এবং মনে রাখবে যে, পুরুষরা বয়সের সাথে আরও ভাল হয়। শুভ জন্মদিন প্রিয় ভাই।

আমার ভাই হয়ে তুই আমাকে যে উপহার দিয়েছিস তা আমি কখনই মেলাতে পারিনি। তবে আজকের দিনটি তোর জন্য বিশেষ করতে আমি চেষ্টা করব। শুভ জন্মদিন।

ভাই, আমাদের সেই ছোটবেলার সব স্মৃতি কি মনে আছে? সেই স্মৃতিগুলো সবসময় আমার মনে তাজা হয়ে থাকে এবং আরো অনেক চমৎকার স্মৃতি এখনো আছে। তুমি আমার ছোট ভাই। শুভ জন্মদিন।

তোমার মতো প্রেমময় এবং যত্নশীল ভাইকে পাওয়া আমার জন্য এক মহান আশীর্বাদ। আমি আপনাকে ভালবাসি এবং তোমার উজ্জ্বল জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি!

জন্মদিনের শুভেচ্ছা রইল ছোট ভাইয়া। “শুভ জন্মদিন” আজ তোমার জীবনের অনেক আনন্দের দিন। কেননা এই শুভ ক্ষনে পৃথিবীতে এসেছিলে তুমি আজ এই দিনে আনন্দে ভাসিয়ে দিয়েছিল। শুভ জন্মদিন ভাইয়া শুভ কামনা রইল এই দিনে।

আমাদের পিতামাতার দ্বিতীয় প্রিয় সন্তানকে শুভ জন্মদিন! শুধু মজা করছি, ভাই। তোর বিশেষ দিনে আমি তোকে শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন।

তোমার মত ভালো একজন মানুষ আমার ছোট ভাই এটাই আল্লাহর সব চেয়ে বড় দান আমার জীবনে। আলহামদুলিল্লাহ আমি তোমাকে জীবনে পেয়ে। শুভ জন্মদিন ভাই।

 জীবনের প্রতিটি ক্ষেত্রে তুই আমার পরামর্শদাতা এবং সমর্থক। আমি শোধের বাইরে তোর কাছে ঋণী এবং এই বিশেষ দিনে আমি তোকে অনেক শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন।

আমি কয়েক বছর আগের আমাদের শৈশবের স্মৃতি নিয়ে ভাবতে একটু সময় নিই। আমি তোকে আমার ভাই হিসাবে কতটা দেখেছি, আমি বাজি ধরেছি তুই জানিস না। আমাদের ভুল বোঝাবুঝি থাকা সত্ত্বেও তুই সবসময় আমার কাছে খুব সুন্দর ছিলি- তোর মতো ভাইয়েরা অমূল্য। শুভ জন্মদিন।

ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে

উপরের অংশে জন্ম দিনের বাংলা শুভেচ্ছা স্ট্যাটাস বা মেসজ দেওয়া হয়েছে। বাংলার পাশা-পাশি ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা লিখেছি। এই শুভেচ্ছা মেসজ গুলো এখানে দেওয়া হয়েছে। যারা ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে জানাতে চান, তারা নিচে দেওয়া ইংরেজি স্ট্যাটাস সংগ্রহ করুন।

ছোট ভাইয়ের জন্মদিনের বার্থডে উইশ

শেষ কথা

বেচে থাকুক সকল ভাইয়ের ভালোবাসা। আর এই ভালোবাসাকে বহু দূর নিয়ে যেতে সকল উৎসব অনুষ্ঠানে একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ, এস এম এম ও ক্ষুদেবার্তা সংগ্রহ করতে পেরেছেন। এই রকম তথ্যবহুল পোস্ট পেতে আমার সাথেই থাকুন।

Exit mobile version