Site icon Info Help BD

বসুন্ধরা সিটি কমপ্লেক্স অফ ডে ২০২৪

বসুন্ধরা সিটি কমপ্লেক্স অফ ডে

বসুন্ধরা সিটি কমপ্লেক্স অফ ডে

একই ভবনের মধ্যে থেকে সকল ধরনের পণ্য  বা সামগ্রী ক্রয় করতে চাইলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসতে পারেন। এখানে সকল ধরনের পণ্য পাওয়া যায়। এটি বাংলাদেশের সেরা একটি শপিংমল। ঢাকার পাশা-পাশি সারা দেশ থেকে এই মার্কেটে ক্রেতারা আসে। অনেক ভুল টাইমে বসুন্ধরা সিটি আসে এবং শপিংমল টি বন্ধ পায়। প্রতি সপ্তাহে এক দিন করে এই মার্কেট বন্ধ থাকে। এদের সাপ্তাহিক ছুটি ও বসুন্ধরা সিটি কমপ্লেক্স অফ ডে জেনে এই মার্কেটে আসবেন।

বসুন্ধরা সিটি কমপ্লেক্স অফ ডে

বাংলাদেশের সকল নিউ মার্কেট, সিটি মার্কেট ও অন্যান্য বড় মার্কেট গুলো প্রতি সপ্তাহে একদিন করে বন্ধ রাখে। তবে এই বন্ধের দিন গুলো মার্কেট অনুযায়ী ভিন্ন ভিন্ন দিন। সপ্তাহে একদিন করে বসুন্ধরা সিটি কমপ্লেক্স অফ ডে রয়েছে। প্রতি মঙ্গলবার এদের অফ ডে কার্যক্রম। এই দিনে সকল দোকান বন্ধ থাকে। অফ ডে ব্যাতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই মার্কেট খোলা পাওয়া যাবে।

বসুন্ধরা সিটি কমপ্লেক্স কি বার বন্ধ থাকে

সপ্তাহে একদিন এবং ৪ সপ্তাহে ৪ দিন এই শপিংমল বন্ধ রাখা হয়। সাপ্তাহিক ছুটির দিনে কেউ মার্কেটে আসবেন না। বন্ধের দিনে কোনো দোকান খোলা থাকে না। অনেকে দূর থেকে বন্ধের দিনেও এই মার্কেটে আসে এবং মার্কেট বন্ধ পায়। বসুন্ধরা সিটি কমপ্লেক্স মঙ্গলবার বন্ধ থাকে। মঙ্গলবার ব্যাতিত বাকি ৬ দিন সকাল ৯ টা থেকে রাত ৯ টার মধ্যে আসতে হবে। তাহলে এই মার্কেট খোলা পাওয়া যাবে।

বসুন্ধরা সিটি কমপ্লেক্স কখন খোলা থাকে

মাত্র ৪ দিন এই মার্কেট বন্ধ থাকে। প্রতি মাসের বাকি ২৬ দিন মার্কেট টি খোলা থাকে। সরকারি ছুটির দিনেও বসুন্ধরা সিটি কমপ্লেক্স খোলা থাকে। সকাল ৯ টার সময় মার্কেট খোলা হয় এবং রাত ৯ টার সময় বন্ধ করা হয়। সপাহে একদিন ব্যাতিত বাকি ৬ দিনই শপিংমল খোলা পাওয়া যাবে।

শনিবার- খোলা

রবিবার- খোলা

সোমবার- খোলা

মঙ্গলঃ বন্ধ

বুধবারঃ খোলা

বৃহস্পতিবারঃ খোলা

শুক্রবারঃ খোলা

সপ্তাহে এই মার্কেটের অফ ডে মাত্র একদিন। বাকি ৬ দিনই খোলা পাবেন। তাই মঙ্গলবারে কেউ বসুন্ধারা সিটি মার্কেটে আসবেন না। আর রাত ৯ টার আগেই মার্কেটে আসতে হবে। এরপরে আসলে মার্কেট সম্পূর্ণ ভাবে বন্ধ পাবেন।

আরও দেখুনঃ

বসুন্ধরা সিটি কমপ্লেক্স -পান্থপথ, ঢাকা

ঢাকা নিউ মার্কেট অফ ডে কবে

রাজশাহী নিউ মার্কেট বন্ধের দিন কবে

Exit mobile version